বুধবার, জুলাই ৩০, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে ১৫শ’ কৃষক-কৃষাণীর জন্য স্বাস্থ্যসেবার বিশেষ আয়োজন

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামে দিনভর স্বাস্থ্যসেবায় সিক্ত হলেন প্রায় দেড় হাজার কৃষক ও কৃষাণী। শনিবার (১৭ মে) স্থানীয় জোয়ার্দার মৎস্য খামারে আয়োজন করা হয় এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্যাম্পের, যা যৌথভাবে বাস্তবায়ন করে বাংলাদেশ কৃষক সমিতি, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগ এবং পজেটিভ প্লাস ফাউন্ডেশন।

‎স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান, স্বাস্থ্য বিভাগের পরিচালক হাবিবুর রহমান হাবিব, জার্মান ইউনিভার্সিটির স্বাস্থ্য অনুষদের ডিন ড. মনোয়ারুল ইসলাম এবং পজেটিভ প্লাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. হোসাইন মো. আল আমিন। পুরো কার্যক্রমটির সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। ‎অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময়ে অংশ নেন।

‎এই সভায় ২৬ দফা দাবির একটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি ও জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক শাহজাহান আলী বাদশা, যিনি স্থানীয়ভাবে ‘পেঁপে বাদশা’ নামে পরিচিত। সভা সঞ্চালনায় ছিলেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব, যাঁকে সকলে ‘লিচু কিতাব’ নামে চেনেন।

‎এছাড়াও বক্তব্য রাখেন স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ (কুল ময়েজ), দেশের সেরা পাঠচাষি এনামুল ইসলাম এবং খামারের স্বত্বাধিকারী মৎস্যচাষি আবু তালেব জোয়ার্দার।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর