Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬ শতাধিক ফেনসিডিল উদ্ধার

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬ শতাধিক ফেনসিডিল উদ্ধার

মো. এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা বাদদিঘী এলাকা থেকে রবিবার ভোরে সাড়ে ছয় শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আজ রবিবার (১৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৪৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছিল। বিজিবির বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, “আমাদের সীমান্তরক্ষীরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার, মাদক চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ কোনোটিই সহ্য করা হবে না। এ ধরনের অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

/এমএ

Exit mobile version