রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির জন্য হাহাকার বন্দর বাসীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ দশ বারোদিন যাবত বিশুদ্ধ পানির অভাবে আমরা নাজেহাল আমাদের কাউন্সিলরের কোন হদিস নেই একাধিক বার কল করেও খোজ মিলছেনা তার বিশুদ্ধ পানির অভাবে রাস্তার পাশে দাড়িয়ে এসব কথা বললেন এলাকাবাসী।

১৯ জুন দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড বন্দর নবীগঞ্জ, মোল্লা বাড়ি, উত্তর পাড়ার বিশুদ্ধ পানির জন্য মানববন্ধন এই সমস্যা দীর্ঘ দিনের হলেও কোন কর্ণপাত নেই স্থানীয় জনপ্রতিনিধির।

পানির অভাবে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এলাকাবাসী বলেন ভোটের সময় হলে হাত পা ধরে পাশ করেন তার পর থেকেই আর খোজ নেই জাতীয় পার্টির নেতা নেশাখোর কাউন্সিলর এলাকাবাসীর অনেকের কাছে( ঘুম) আফজাল নামে পরিচিত। তিনি পাশ করেই সিংহাসনে বসেন আর নামেন না।

আর আমরা যারা অসহায় তাদের কাছে প্রতিনিয়তই জিম্মি বিশুষ্ক খাবার পানি নেই অথচ কারো মাথা ব্যাথা নেই।

এবিষয়ে জানতে তাৎক্ষণিক ভাবে কাউন্সিলর আফজাল কে মুঠোফোনে কল দিলে একাধিক বার কল হলেও রিসিভ করেন নাই তিনি।

মহিলা কাউন্সিলর শাওন অংকনকে জানালে তিনি বিষয়টি সমাধানের জন্য দেখছেন বলে আশ্বস্ত করেন।

হাসান আহমেদ প্রান্ত/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর