শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

গাঁজাসহ ২মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্বিরগঞ্জ পুলিশ

হাসান আহমেদ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মঙ্গলবার (০২ এপ্রিল) ভোরে আদমজী সুমিল পাড়া বিহারী ক্যাম্প থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের মৃত মোখসুদ আলমের পিতা অখিল (৪২) এবং মৃত আশরাফের ছেলে রমজান (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান এবং ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে আদমজীস্থ বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালালে আসামিরা মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার হয়। এরা উভয়ে সক্রিয় মাদক কারবারি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর