মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীর সেই আশ্রয়চ্যুত মুক্তিযোদ্ধার সন্তান রুবিকে আজ সোমবার তার নিজঘরে তুলে দেয়া হয়েছে।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউএনও মনোহরদীর যৌথ উদ্দ্যোগে আজ রুবিকে বীর নিবাসের একটি কক্ষে তুলে দেয়া হয়।
গতকাল এ বিষয়ে জনতার বার্তা পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে রুবিকে আজ তার নিজ ঘরে উঠিয়ে দিয়েছেন।
গতকাল রোববার জনতার বার্তা পত্রিকায় ‘বাড়ী থেকে বিতাড়িত মুক্তিযোদ্ধার সন্তানের বাস কবরস্থানে’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এর প্রেক্ষিতে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার গতকাল তাৎক্ষনিকভাবে তার পক্ষ থেকে রুবিকে খাদ্য সহায়তা দিয়ে পাঠান। পরে আজ মুক্তিযোদ্ধা সংসদ মনোহরদী কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান (তারা) স্থানীয় ইউপি সদস্যা মিনারা শিকদারকে নিয়ে রুবীকে বীর নিবাসের একটি কক্ষে তুলে দিয়ে আসেন। তার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মনোহরদী উপজোলা নির্বাহী অফিসার হাছিবা খানও বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি জানান, রুবির নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। তাকে আবার আশ্রয়চ্যুত করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাইফুর নিশাদ/এস আই আর