রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

সান্তাহারের মাদক সম্রাজী শুটকি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সান্তাহারে আজ সকালে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যাবসায়ী এবং পরোয়ানা ভুক্ত আসামি শুটকিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আজ (২২ অক্টোবর) মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রহিমা বেগম শুটকি (৪২) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চা-বাগান মহল্লার নজরুল ইসলামের স্ত্রী। 

এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, ২২ অক্টোবর সকাল সাড়ে আট ঘটিকার সময়  মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি এবং কুখ্যাত মাদক ব্যাবসায়ী শুটকিকে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে মাদক বিক্রয়ের সময় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা এবং ২০০ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত শুটকির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ  দুপুরে তাকে আদালততের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় শতাধিক মাদক মামলা আছে।

আবু বকর সিদ্দিক বক্কর/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর