চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, আমি কোন দল বা ব্যক্তির কাছে আমার দায়বদ্ধতা নেই। থাকার কোন সুযোগও নেই। আগে হয়ত একসময় এরকম পরিস্থিতি ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে আমি আমার নীতি, বিবেকবোধ ও জনগণের কাছে দায়বদ্ধ। কারন জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আমার লক্ষ্য বেতনের ওই টাকা আমি শতভাগ হালাল করতে চাই।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
এসময় জেলা প্রশাসক আরও বলেন, কে বা কোন রাজনৈতিক দল কি ভাবলো তা না চিন্তা করে আমি সীরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই। এই পথে চলতে গেলে যারা সুবিধা পাবে না, তারা আমার বিরাগভাজন হবেই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়সহ সকল সরকারি দপ্তরকে দূর্নীতিমুক্ত করে গড়ে তোলা হবে।
চাঁপাইনবাবগঞ্জকে মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে নবাগত জেলা প্রশাসক বলেন, এটি করতে না পারলে শহীদদের রক্তের সাথে আমার বিশ্বাসঘাতকতা করা হবে। বিগত দিনে আমরা বিভিন্ন পেশাজীবী মানুষ বঞ্চনার শিকার হয়েছি, কিন্তু প্রতিবাদ জানাতে পারিনি। সেখানে যুবকরা রক্ত দিয়ে সে অধিকার অর্জন করেছে। তাই তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তাদের যে আশা আকাঙ্খা, সে অনুযায়ী দূর্নীতি-বঞ্জনামুক্ত দেশ গড়তে হবে।
মো. আব্দুস সামাদ আরও বলেন, জেলার প্রধান অর্থকারী ফল আম। তাই আম সম্পদের বিভিন্ন উন্নয়ন ও বাজারজাত ব্যবস্থাপনায় আগামীতে কাজ করা হবে। এছাড়াও বিদেশে আম রপ্তানি বৃদ্ধিতে কাজ করবে জেলা প্রশাসন।
দল-মতের উর্দ্ধে থেকে চাঁদাবাজি ও মাদকসহ অনিয়ম মুক্ত মডেল জেলা গঠনের জন্য সহযোগিতা চান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মো. ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার মো। আমিনুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।