শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

জয় বাংলা লেখা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা হারুনুর রশিদের বাড়ির দেওয়ালে জয় বাংলা লিখে তার ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়া ফেসবুকে প্রচার করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর সেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মুন্সি নজরুল ইসলাম। এরপর থেকে ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে আজ ভোরে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি রইস উদ্দিন।

গ্রেপ্তারকৃত মুন্সি নজরুল ইসলাম হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ এলাকার মুন্সি ইব্রাহিম আলীর ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়ায় অবস্থিত বিএনপি সাবেক এমপি হারুনুর রশিদের বাড়ির সামনের দেয়ালে গভীর রাতে দুইজন কালো কালি দিয়ে জয় বাংলা স্লোগান লিখছেন। তাদের মধ্যে একজন হলেন মুন্সি নজরুল ইসলাম। কিন্ত অপর জনের নাম জানা যায় নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, মুন্সি নজরুল ইসলামের বিরুদ্ধে সদর মডেল থানায় কয়েকটি মামলা চলমান আছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মুন্সি নজরুল ইসলাম গণ জাগরণ মঞ্চের চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগঠক, ঘাতক দালাল নির্মূল কমিটির নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর