মো:হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” প্রতিপাদ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের হলরুমে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটো রিক্সা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়ন এই সাধারণ সভার আয়োজন করে।
এ সময় জেলা সিএনজি চালিত অটো রিক্সা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আসগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক এবং আইনজীবী মো. শফিক এনায়েতুল্লাহ।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের সম্পদ। তাদের হাতেই আমরা জনগন নিরাপদ। তবে দক্ষ শ্রমিক তৈরী প্রতিটি ইউনিয়নের দ্বারা নিশ্চিত করা জরুরী। অদক্ষ শ্রমিক দেশে ও বিদেশে কোন কাজের যোগ্যতা রাখেনা। আর তাই যখনই সমিতিতে কোন চালক অন্তর্ভূক্ত করা হবে তখনই তার লাইসেন্স, দক্ষতা সঠিক করে পরীক্ষা নিরিক্ষা করে তবেই সড়কে যে কোন যানবাহন পরিচালনা করতে হবে বলে বক্তারা অভিমত পোষণ করেন।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মনিমুল হক, সহ সভাপতি মো. এনায়েতুল্লাহ, জেলা সিএনজি চালিত অটো রিক্সা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী মো. মেসবাউর হক মারুফ, কানসাট সিএনজি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতি, জেলা মালিক সমিতির সেক্রেটারী আনার, সদর উপজেলা সিএনজি সমিতির সভাপতি মো. ওমর ফারুক, শিবগঞ্জ পৌর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী মো. জেম আলীসহ বিভিন্ন শ্রমিক সমিতির প্রায় ৪শত সদস্য উপস্থিত ছিলেন।
/এমএ