জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতুর সাথে সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিলিম রাস্তা ও করনেশন রাস্তার অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা শহরের ওয়ালটন মোড়ে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান। এসময় আরও উপস্থিত ছিলেন, এলজিইডি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঝিলিম ও করনেশন রাস্তার অধিগ্রহণকৃত জমির পরিমাণ ১ দশমিক ৪৮৯২ একর। এতে মোট ব্যয় হবে ৫৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ৭৪৭ টাকা।
হানিফ মেহমুদ/এসএ