শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে ৫ দিনব‍্যাপী তারুণ্য মেলা, লোক ও কারুশিল্প মেলা ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ৫ দিনব্যাপী তারুণ্য মেলা, লোক ও কারুশিল্প মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

‎আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় ঈশ্বরদী ডাকবাংলো মাঠে এ মেলার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ। 

‎ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এ মেলা বাস্তবায়ন করছে। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে ঈশ্বরদী’য়ান সামাজিক সংগঠন।

‎বিভিন্ন ধরনের হস্তশিল্প, কারুশিল্প, হাতে তৈরি পোশাক, পিঠা, কেক, বাঁশের তৈরি সামগ্রী, ফুলের গাছ, শীতের পোশাক, পাটের তৈরি সামগ্রী নিয়ে মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহন করেছে।

‎প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। এছাড়াও রয়েছে প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এবং মেলায় আগত অতিথিদের বিনোদনের জন্য আকর্ষণীয় কিছু রাইড। ‎আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর