ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ৫ দিনব্যাপী তারুণ্য মেলা, লোক ও কারুশিল্প মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় ঈশ্বরদী ডাকবাংলো মাঠে এ মেলার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এ মেলা বাস্তবায়ন করছে। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে ঈশ্বরদী’য়ান সামাজিক সংগঠন।
বিভিন্ন ধরনের হস্তশিল্প, কারুশিল্প, হাতে তৈরি পোশাক, পিঠা, কেক, বাঁশের তৈরি সামগ্রী, ফুলের গাছ, শীতের পোশাক, পাটের তৈরি সামগ্রী নিয়ে মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহন করেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। এছাড়াও রয়েছে প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এবং মেলায় আগত অতিথিদের বিনোদনের জন্য আকর্ষণীয় কিছু রাইড। আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।
সিয়াম রহমান/এমএ