সিয়াম রহমান, ঈশ্বরদী: দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি শীত মৌসুমে চতুর্থবারের মতো এবং নতুন বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এ বছরের শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
গত বছর ২৬ নভেম্বর ঈশ্বরদীতে সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস, ১৩ ডিসেম্বর ১১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ২ জানুয়ারি ১০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বৃদ্ধি পাচ্ছে।
/এমএ