শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ ১

সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে এক স্বেচ্ছাসেবক দল কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ লিপু (৪০) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান গ্রুপের কর্মী। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রুপপুর বিবিসি বাজার সংলগ্ন রুপপুর কিন্ডার গার্ডেন এর পাশে এ ঘটনা ঘটে। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। লিপু উপজেলার পাকশীর চররুপপুর ফটু মার্কেট এলাকার লতিফ প্রামাণিক এর ছেলে।

‎স্থানীয়রা এবং স্বেচ্ছাসেবকদলের পাকশী ইউনিয়ন যুগ্ন সম্পাদক আব্দুল খালেক জানান, স্বেচ্ছাসেবক দলের কর্মী লিপু, রাসেল, সজীব সহ ৪/৫ উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় টনি বিশ্বাসের ভাতিজা চন্দন, জ্যোতি, কালু সহ কয়েকজন তাদের ঘিরে ধরেন। এসময় তারা লিপুদেরকে টনি বিশ্বাসের গ্রুপের হয়ে কাজ করতে বললে তাতে রাজী না হওয়ায় উত্তেজিত হয়ে তাদের মারধোর শুরু করে জ্যোতিরা, এসময় লিপুর সাথে থাকা অন্যরা দৌড়ে পালালে লিপুর বাম পায়ে তারা গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন লিপুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা নিয়ে যায়।

‎এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান জানান, টনি বিশ্বাসের লোকজন আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং গুলি করেছে। বিষয়টি খুবই নিন্দনিয়। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

‎উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস বলেন, আমি পারিবারিক কাজে বাহিরে আছি। আমার কোন ভাতিজা বা কর্মী কারোর উপর হামলা বা গুলি চালাইনি। কারা গুলি চালিয়েছে আমার কিছু জানা নেই।

‎এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ এবং থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলামকে ফোন দিলেও তারা ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর