সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে শ্বশুর বাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে মো. মাসুদ রানা (২৫) নামে এক জামাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়ী গ্রামে শ্বশুর মোঃ ফোরকান শেখের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নিহত মাসুদ রানা ঈশ্বরদী শহরের পূর্বটেংরী ঈদগাহ পাড়া (কেন্দ্রীয় গোরস্থান পাড়া) এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে এবং ঈশ্বরদী রেলগেটের ফলের দোকান ব্যবসায়ী।
প্রতক্ষ্যদর্শী এবং পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাসুদ রানা তার শ্বশুর বাড়িতে আসে। সাঁতার না জানায় শ্যালককে সাথে নিয়ে কলাগাছের সাহায্যে পুকুরে নামে সাঁতার শিখতে। সাঁতার শেখার এক পর্যায়ে মাঝ পুকুরে হঠাৎ কলার গাছ তার হাত থেকে ফসকে গেলে রানা পুকুরে তলিয়ে যায়। এ সময় তার শ্যালক এবং পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা রানার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন পুকুর থেকে রানাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মাসুদ রানার পিতা আবুল কাশেম জানান, আমার ছেলে শ্বশুর বাড়িতে পানিতে ডুবে মারা যাওয়ার কারণে আমাদের কোন অভিযোগ নেই বলে লিখিত দিয়েছি। তিনি বলেন, এরপরও পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে, যা দূর্ভাগ্যজনক।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা খবর পেয়েছি। আমাদের ফোর্স হাসপাতালে লাশ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো যাবে।