বিবিসির বিশ্বের একশ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের রিকতা আক্তার বানুকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে চিলমারী উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) চিলমারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো: আল মোবারক হাসান নাহিদ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ এই সংবর্ধনা প্রদান করেন।
এসময়, চিলমারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আল মোবারক হাসান নাহিদ বলেন, “চিলমারীর মতো একটি প্রান্তিক এলাকা থেকে রিকতা আক্তার বানু’র বিশ্বে এই উত্থান সত্যিই আশ্চর্যজনক। আমরা তার এই মহৎ কাজ এবং তার বিশ্বে এই উত্থানের জন্য গর্ববোধ করি। আমরা আশা করি তার মাধ্যমে চিলমারী উপজেলার প্রতিবন্ধী বাচ্চাদের ভাগ্যের পরিবর্তন হবে। সকলকে আমি প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসার আহ্বান জানাই”
এসময়, চিলমারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আল মোবারক হাসান নাহিদ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।