শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

পিতামাতার আদর-স্নেহ শিক্ষকদের মাঝে খুঁজে পাই

সেলিম রেজা, নীলফামারী: আমাদের এতিম বলে মনে হয় না, পিতামাতার আদর স্নেহ আমাদের শিক্ষকদের মাঝে খুঁজে পাই। এমনটা মন্তব্য নীলফামারী সরকারি শিশু পরিবারের ছাত্রদের। বৃহস্পতিবার সকাল ১০ টায় সরকারি শিশু পরিবার ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্ভোদন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িবুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,নীলফামারীর সিভিল সার্জন ডাক্তার মো: হাসিবুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলফামারী সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন নীলফামারী সরকারি শিশু পরিবারের পরিচালক রিদয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, যে সকল এতিম শিশু এই নিবাসীর সাথে যুক্ত আছে তারা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণ করতেছে ঠিক তেমনি তারা সমাজের বিভিন্ন নেতিবাচক দিক থেকে রক্ষা পাইতেছে। এছাড়া তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমার সহায়তা চলমান থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক বলেন, সমাজ সেবা অধিদপ্তর সবসময় সরকারি শিশু পরিবারের পাশে আছে।

এছাড়া অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজোতে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অনুচ্ছেদ ক্ষুদিরামের ফাশি সহ বিভিন্ন প্রকার অনুষ্ঠান প্রদর্শন করে নীলফামারী সরকারি শিশু পরিবার এর ছাত্ররা। এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিবাসীর ছাত্ররা অনেক খুশি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ ছাত্রদের পুরষ্কার ও শীত বস্ত্র বিতরণ করা।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর