রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

শিশু-কিশোরদের নিয়ে বাকৃবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াই ঘটিকায় বাকৃবির প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এ ছাড়া অধ্যাপক ড. মো. মাসুম আহমাদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক শিশু কিশোরদের বলেন, “আমাদের দেশকে ভালোবাসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হবে।”

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর