শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

মেরিনার নাবিকদের শোক: আল বাখেরা জাহাজে মর্মান্তিক হ’ত্যাকাণ্ডের তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার: গত ২৩ ডিসেম্বর সোমবার রাতে আল বাখেরা জাহাজে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকাহত মেরিনার নাবিক সমাজ। এই অমানবিক ঘটনা নৌপথের নিরাপত্তার অভাবকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে নাবিকরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন।

মেরিনার বিভিন্ন পর্যায়ের নাবিক ও তাদের পরিবারের সদস্যরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং কঠোর বিচার দাবি করেছেন। তাদের মতে, নিরাপদ নৌপথ নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।

নাবিকদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আল বাখেরা জাহাজের মর্মান্তিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু না হলে, ২৬ ডিসেম্বর থেকে সারা দেশে নৌচলাচল বন্ধ রাখা হবে।

এম.টি পেট্রোম্যাক্স-০৬, জাহাজ সেকেন্ড ক্যাপ্টেন, নাবিক মো. জাকারিয়া বলেন আল বাখেরা জাহাজে যা ঘটেছে, তা এক কথায় অমানবিক। আমরা যারা সমুদ্রপথে কাজ করি, তারা জীবনের ঝুঁকি নিয়েই কাজ করি। কিন্তু এমন নির্মম হত্যাকাণ্ডে আমরা আতঙ্কিত। নৌপথের নিরাপত্তা নিশ্চিত না হলে এই পেশায় কাজ করা অসম্ভব হয়ে যাবে। আমরা দ্রুত বিচার চাই।

এম.টি পেট্রোম্যাক্স-০৭ জাহাজ এর সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. আবু হানিফ বলেন নিরাপত্তা ছাড়া কোনো কাজই সম্ভব নয়। আজ আল বাখেরা, কাল অন্য কোনো জাহাজে এমন ঘটনা ঘটতে পারে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি, দয়া করে আমাদের জীবনের মূল্য বুঝুন। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”

এম.ভি ক্রাউন মেরিনার্স-১০, জাহাজ এর দ্বিতীয় শ্রেণির অভ্যন্তরীণ মাস্টার সবুজ মিয়া বলেন, নৌপথে কাজ করতে গিয়ে আমাদের পরিবারের সদস্যরা এমন ভয়ংকর মৃত্যুর মুখোমুখি হবে, এটা আমরা কল্পনাও করিনি। যারা এই বর্বরতা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করুন এবং নিরাপদ নৌপথের ব্যবস্থা করুন। যেন আর কোনো পরিবার এভাবে শোকের সাগরে না ভাসে।

এদিকে নাবিকরা তাদের দাবিগুলো তুলে ধরেছেন: ১. ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা। ২. নৌপথে নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করা। ৩. নাবিকদের জীবনের সুরক্ষায় আন্তর্জাতিক মানের নিয়ম চালু করা। অতি দ্রুত বিচার চাই, নিরাপদ নৌপথ চাই। যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিচার প্রক্রিয়া শুরু না হয়, তবে ২৬ ডিসেম্বর থেকে সারা দেশে নৌচলাচল বন্ধ থাকবে।

নাবিকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন নৌ-সংগঠন এবং পরিবারের সদস্যরাও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা সকলের ঐক্যবদ্ধ হয়ে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

হাসান আহমেদ প্রান্ত/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর