শনিবার, আগস্ট ১৬, ২০২৫
spot_img

নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে সাভারে হেফাজতে ইসলামের বিক্ষোভ

সাভার প্রতিবেদক: ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে উল্লেখ করে নারী সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে, এমন অগ্রহণযোগ্য সুপারিশ বাতিলসহ পুরো কমিশন বিলুপ্তি ঘোষণার দাবিতে ঢাকার সাভারে হেফাজতে ইসলামের ব্যানারে জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর ৫ দফা দাবি জানিয়ে নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করেন।

এসময়, গত শনিবার দেশের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া কোরআন বিরোধী একাধিক সুপারিশ বাতিলের দাবি জানানো হয়। এছাড়া শাপলা চত্বরসহ সকল গণহত্যার দ্রুত বিচার, হেফাজতে ইসলামের নেতাদের নামে স্বৈরাচার আওয়ামী লীগের দেয়া মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। আগামী ৩ মের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার উপদেষ্টা ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল্লাহ। 

বক্তারা বলেন, গত শনিবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ওই প্রতিবেদনের বেশকিছু সুপারিশ ইসলাম বিরোধী। হেফাজতের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে কুরআন ও ইসলামী বিধান পরিপন্থী আইন প্রণয়নের প্রচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না। বিশেষ করে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত অনেক সুপারিশ সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এসব সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সরকার অবিলম্বে এ কমিশন বিলুপ্তি ঘোষণা সহ অন্যান্য দাবি মেনে না নেয়, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো এ সরকারকেও ক্ষমতাচ্যুত করা হবে।

হেফাজতে ইসলামের পাঁচ দফা দাবি হচ্ছে- আওয়ামী শাসনামলে শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার দ্রুত বিচার, হেফাজতের নেতাদের নামে দেয়া মামলা প্রত্যাহার, সংবিধান সংস্কার কমিশনের বহুত্ববাদের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনা,

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকর ধর্মীয় বিধিবিধান বাতিল করা,

ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইন সংশোধনী বাতিল এবং মুসলিম নির্যাতন বন্ধ করা।

এছাড়া, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে।

এ সময় হেফাজতে ইসলামের ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা আলী আজম, ঢাকা জেলা উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা কাওছার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান বিন নূরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব ও দপ্তর সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গুলজার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর