বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
spot_img

ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল

এবার রোজা তাহলে ২৯ টাই হচ্ছে। আর যদি এটা সত্য হয় তাহলে পাকিস্তানে ১০ এপ্রিল উদযাপিত হবে ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি)। গত সোমবার সংস্থাটি জানিয়েছে, এ বছর পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে আগামী ৯ এপ্রিল। সে ক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল। খবর জিও নিউজের।

পিএমডি বলেছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং পরের দিন সন্ধ্যায় তার বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

পাকিস্তানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল গত ১১ মার্চ এবং পরের দিন থেকে শুরু হয়েছিল রোজা। সুতরাং, পিএমডির পূর্বাভাস সত্য হলে এ বছর ২৯টি রোজা রাখবেন পাকিস্তানিরা।

হিজরি ক্যালেন্ডারের মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে শেষ হয়। তবে মাসটি কতদিনে যাবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর। ফলে, অন্য মাসগুলোর মতো রমজানও কতদিনে শেষ হবে, তা আগে থেকেই নির্দিষ্ট নয়।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর