সোমবার, আগস্ট ১৮, ২০২৫
spot_img

বিটরুট চাষে সাফল্যের দ্বারপ্রান্তে নীলফামারীর উদ্যোক্তা আবু সুফি আহমেদ

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের লাল জুমা এলাকার আবু সুফি আহমেদ দীর্ঘদিন ধরে কৃষি পেশায় জড়িত। তিনি জানান, প্রথমে বিটরুট চাষের ব্যাপারে কিছুটা দ্বিধায় ছিলেন।  কৃষি কর্মকর্তার পরামর্শে ও ইউটিউবে চাষের পদ্ধতি দেখে তিনি সাহসী হন।

তিনি জানান, প্রতি ৩০ শতাংশ জমিতে চারা রোপণ করলে  সেচ, সার, কীটনাশকসহ প্রায় (৩০-৩৫) হাজার টাকা খরচ হয়। উৎপাদনশীল বিটরুটের বাজার মূল্য ৭০ থেকে ৮০ হাজার টাকা। বর্তমানে তার উৎপাদিত বিটরুটগুলো স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্তের বাজারে বিক্রি হচ্ছে। 

আবু সুফি আহমেদ বলেন, ‘অন্যান্য ফসলের তুলনায় বিটরুট চাষ অনেক বেশি লাভজনক। ধান বা অন্যান্য ফসলের চাষে উৎপাদন খরচ অনেক বেশি। কিন্তু বিটরুট চাষে কম খরচে বেশি লাভ পাওয়া যায়। এতে তাকে আরও উৎসাহিত করেছে।

এছাড়া পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন যে এটি একটি ভালো উদ্যোগ। আবু আবু সুফি আহমেদের মত নতুন নতুন  উদ্যোক্তা তৈরি হলে দেশ ও জনগণের উন্নয়ন সাধিত হবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর