রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। এ পর্যন্ত ৬টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব এক পক্ষে অবস্থান নিয়েছেন। অপরদিকে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোহরাওয়ার্দী হল সভাপতি নিয়াজ মোর্শেদ অবস্থান নিয়েছে। রাত ১১ টায় সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত হয়। এঘটনা এপর্যন্ত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মাফুজুর রহমান ইমন/রাজশাহী বিশ্ববিদ্যালয়