মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
spot_img

ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষকের আহ্বান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এমদাদুল হুদা।

শনিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টের বিবৃতিতে তিনি এই আহ্বান জানান, যেখানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তাঁর সমর্থন জানান। আগামীকাল রবিবার বেলা ১১টায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে আহ্বান করেন তিনি।

অধ্যাপক হুদা তাঁর বিবৃতিতে বলেন, “আমি আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে চাই। আমার সকল আগ্রহী সহকর্মী (কর্মকর্তা ও কর্মচারীসহ) ও ছাত্র-ছাত্রীদের সেখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।”

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশব্যাপী হত্যা ও সহিংসতাকে ঘিরে বিক্ষুব্ধ সারাদেশ। বিক্ষোভ মিছিল ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনের সমন্বয়কেরা। জুলাই মাসজুড়ে সহিংসতা চললেও এতদিন এবিষয়ে নিশ্চুপ ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ক্যাম্পাসে প্রশাসন ও ছাত্রলীগ কর্তৃক ছাত্রদের আন্দোলন বাঁধাগ্রস্থ হয়েছে একাধিকবার। তবে সম্প্রতি শিক্ষকদের অনেককে সরব হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এরই প্রেক্ষিতে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন অধ্যাপক এমদাদুল হুদা।

সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর