শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাংবাদিক ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কেক কাটার মধ্য দিয়ে। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। দুপুরে ফোরামের সদস্যদের অংশগ্রহণে প্রশাসনিক ভবনের সামনে থেকেবর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কলাভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। ক্যাম্পাস সাংবাদিকরা উচ্ছ্বাসের সঙ্গে র‍্যালিতে অংশ নেয়, যা পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে উৎসবমুখর করে তোলে। র‍্যালির মাধ্যমে সাংবাদিক ফোরামের সদস্যরা নিজেদের ঐক্য ও সংহতির প্রকাশ ঘটায়।

র‍্যালি শেষে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু।

বক্তব্য রাখতে গিয়ে শাকিল বাবু বলেন, “আমাদের সাংবাদিক ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে আমরা গর্বিত। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আমরা এক বছর সফলভাবে পার করেছি এবং দ্বিতীয় বছরে প্রবেশ করলাম। আমাদের লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসের প্রতিটি ইস্যুতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরা।” তিনি আরও বলেন, “একটি সুসংগঠিত ও শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে তোলার জন্য আমাদের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সাধারণ সম্পাদক রোকন বাপ্পি তার বক্তব্যে বলেন, “সাংবাদিক ফোরামের এই এক বছরের পথচলা সহজ ছিল না। তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার মধ্য দিয়েই আমরা এগিয়ে যেতে পেরেছি। ভবিষ্যতেও কঠিন বাস্তবতা ও চ্যালেঞ্জকে মোকাবিলা করার প্রস্তুতি আমাদের আছে, যা ফোরামকে আরও সুসংগঠিত এবং কার্যকর করে তুলবে।”

আলোচনা সভায় ফোরামের এক বছরের অর্জন নিয়ে আলোচনা করা হয়। এ সময়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফোরাম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে এবং শিক্ষার্থীদের মাঝে সাংবাদিকতার ধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ফোরাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে বিশেষজ্ঞ মতামত প্রদান এবং নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

সভায় বক্তারা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোকপাত করেন। ফোরামের নেতৃবৃন্দ জানান, তারা সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও গভীরতর গবেষণা, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকতার মান উন্নয়নের জন্য কাজ করবেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব শেখানোর লক্ষ্যে বিভিন্ন কর্মশালা আয়োজনের পরিকল্পনাও ব্যক্ত করেন তারা।

এক বছরের পথচলায় নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ক্যাম্পাস সাংবাদিকতার জগতে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা ক্যাম্পাস সাংবাদিকতায় একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করেছে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। তাদের প্রচেষ্টার ফলেই ক্যাম্পাসে সাংবাদিকতার চর্চা আরও প্রসারিত হয়েছে।

মো. সাইফুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর