হাবিপ্রবি প্রতিনিধি: নানা আয়োজনে মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে-সাথে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৯ টায় শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের করে কর্তৃপক্ষ। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে সমবেত হয়।
শোভাযাত্রা শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা। সাথে ছিলেন অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম শিকদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা,ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীর।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর বাণী বিতরণ এবং পাঠ করা হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা বলেন, ২৪ এর মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তবে ১৯৭১ আমাদের শেকর। মহান মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব না।
এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর বিশেষ মোনাজাত এর ব্যবস্থা করা হয়।
বিকাল ৪ টায় ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল এর ফাইনাল এবং ৭ টায় অন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হবে।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈশভোজের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবাসিক হল পরিদর্শন করবেন। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
কামরুল হাসান/এমএ