শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

বিজয় দিবস উপলক্ষে কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করলো ‘শস্যবৃত্ত’

হাবিপ্রবি প্রতিনিধি: কৃষি শিক্ষার্থীদের সাথে কৃষকের সংযোগ স্থাপন, কৃষকদের অধিকতর মানোন্নয়ন,  আপদকালীন  সময়ে কৃষকদের  প্রণোদনা প্রদান ও পুনর্বাসন , বিভিন্ন কৃষি বিষয়ক বিপণী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন, ট্রেনিং প্রদান, কৃষকদেরকে নতুন প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গত ৯ ডিসেম্বর যাত্রা শুরু করেছে কৃষি বিষয়ক সংগঠন ‘শস্যবৃত্ত’।

যাত্রা শুরুর পর আজ সকাল ১১ টায় মহান বিজয় দিবসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণাই প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শাক সবজির চারা বিতরণ করে সংগঠনটি। যার মধ্যে ছিলো লালশাক, লাউ, শসা, ঝিঙে, পালংশাক, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির বীজ। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফারমার্স সার্ভিস সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ফারুক হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মোঃ মহিদুল হাসানসহ বিভিন্ন হলের হল সুপার এবং বিশ্ববিদ্যালয়ের অন্যন্য শিক্ষকগণ। 

বিনামূল্যে বীজ বিতরণের বিষয়ে ফারমার্স সার্ভিস সেন্টারের পরিচালক ড. ফারুক হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় কৃষকদের সাথে আরও ওতপ্রোতভাবে কাজ করতে চায়। খুব শীঘ্রই আমরা ফারমার্স সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের জন্য বিভিন্ন কৃষি সমস্যার পরামর্শ দেয়ার সুবিধা চালু করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের জন্য সম্পূর্ণ নিজ উদ্যেগে এই আয়োজন করেছে। ভবিষ্যতেও আমরা বিশ্ববিদ্যালয় পরিবার আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।

উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার বলেন, প্রতিষ্ঠার আগে থেকেই শস্যবৃত্তের সদস্যরা কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে বিজয় দিবসে যদি সামান্য সহযোগিতা পেয়ে আপনাদের মুখে হাসি ফোটে সেটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্জন। আমাদের বিশ্ববিদ্যালয় সবসময় আপনাদের জন্য উম্মুক্ত। আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো সবসময়। 

তিনি আরও বলেন, আজকে প্রথমবারের মতো শস্যবৃত্তের সদস্যরা নিজেদের ব্যানারে কৃষককে সহযোগিতা করছে। হয়তোবা উদ্যোগটা ছোট কিন্তু ছোট কাজ দিয়েই সবকিছু শুরু হয়। আমি আশা করবো শস্যবৃত্ত এই অঞ্চলের কৃষকদের সবসময় সহযোগিতা করবে।

বীজ বিতরণের বিষয়ে শস্যবৃত্তের সদস্য সচিব সোহেল রানা বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে নতুন সংগঠন শস্যবৃত্ত আয়োজন করেছে কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচী। বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণাই গ্রামে কৃষকদের মাঝে আমরা শাকসবজি বীজ বিতরণ করেছি। যারা আসতে পারেননি আমরা তাদের বাসায় গিয়ে এসব বীজ সরবরাহ করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। 

উল্লেখ্য এর আগে গত আগস্টে বন্যায় বন্যার্ত কৃষকদের মাঝে প্রায় দশলক্ষ সবজির চারা এবং চারশত কেজি বীজ বিতরণ করা হয়েছিলো হাবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে।

কামরুল হাসান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর