জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীগণ ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন৷ গতকাল (১৭ ডিসেম্বর) মঙ্গলবার তারা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা বলেন, “বিভিন্ন হল, বিভাগ ও অফিসের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদে পর্যায়ক্রমে দৈনিক হাজিরাভিত্তিতে যে সকল কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে অধিকাংশ কর্মচারীদের চাকরির বয়স প্রায় ১০-১২ বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু স্বীয় পদে স্থায়ী হয় নাই। ফলে দীর্ঘদিন যাবৎ দৈনিক হাজিরাভিত্তিতে কাজ করায় কর্মচারীগণ চরম হতাশায় ভুগছে।

এছাড়াও তাদের চাকুরিগত ও আর্থিক সুযোগ সুবিধা কম হওয়ায় নানাবিধ সমস্যাসহ সংসার নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়েছে। আমাদের একই সাথে ও পরবর্তীতে নিয়োগ হয়েও স্থায়ী হওয়ায় অনেক কর্মচারী বেতন, বোনাস, ওভারটাইম, ছুটিভোগসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে আসছে। অথচ আমাদের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। এমতাবস্থায় মানবিক দিক বিবেচনা করে জরুরিভাবে বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের স্ব স্ব পদে ও কর্মস্থলে স্থায়ী পদে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয় সমীপে সবিনয় অনুরোধ করছি।”
স্মারকলিপিতে উল্লিখিত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ৯ দফাগুলো হলো- ১) জরুরিভিত্তিতে দৈনিক মজুরিভিত্তিক সকল কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে স্থায়ীকরণ। ২) মানবিক দিক বিবেচনা করে ৪র্থ শ্রেণির সকল শূন্য পদের বিপরীতে অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশ। ৩) চলমান বিজ্ঞপ্তি সমূহের পরীক্ষা অতিদ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে ঐসকল পদে শতভাগ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নিয়োগ প্রদান করা। ৪) দৈনিক মজুরিভিত্তিক সকল কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত বাহির থেকে কোনো ৪র্থ শ্রেণির জনবল নিয়োগ না দেওয়া। ৫) পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো অফিস, বিভাগ, হলসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে দৈনিক মজুরিভিত্তিক প্রার্থীদের শতভাগ অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ৬) স্থায়ী না হওয়া পর্যন্ত সকল দৈনিক মজুরিভিত্তিত কর্মচারীদের ৭৫০ টাকা হারে দৈনিক হাজিরা প্রদান করতে হবে। ৭) স্থায়ী না হওয়া পর্যন্ত উৎসবকালীন ভাতা সর্বনিম্ন ১২,০০০ টাকা এবং বৈশাখী ভাতা ৩,০০০ টাকা প্রদান করতে হবে। ৮) স্থায়ী না হওয়া পর্যন্ত সরকারি সকল ধরনের ছুটি স্থায়ী কর্মচারীদের ন্যায় সমন্বয় করতে হব। ৯) স্থায়ী না হওয়া পর্যন্ত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মাসিক বেতন প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
/এমএ