শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

২য় বারের মত ইশার কেন্দ্রীয় সূরা সদস্য ববি শিক্ষার্থী আনোয়ার

সাইফুল, ববি প্রতিনিধি: ২য় বারের মতো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ(ইশার) এর কেন্দ্রীয় শূরা সদস্য নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন মঞ্জু। 

২৪ ডিসেম্বর ২০২৫ সেশনের ইশার কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তাতে দ্বিতীয় বারের মতো ববি শিক্ষার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে কেন্দ্রীয় সূরা সদস্য হিসেবে দেওয়া হয়। আনোয়ার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি কেন্দ্রীয় কমিটিতে জায়গা মহান আল্লাহতায়লার নিকট শুকরিয়া আদায় করেন। তার কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, গনঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের  ছাত্রদের নৈতিক চরিত্র গঠন, লিডারশীপ ট্রেনিং,ইসলামপন্থী হওয়া কেন গুরুত্বপূর্ণ এবং দেশ শাসনে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের ক্ষমতায় নেওয়ার প্রয়োজনিয়তা, এ বিষয়গুলো নিয়ে কাজ করার দীর্ঘমেয়াদী আমার পরিকল্পনা রয়েছে। যেহেতু সুযোগ এসেছে তাই সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর