রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

বছর জুড়ে খবরের পাতায় বরিশাল বিশ্ববিদ্যালয়

সাইফুল, ববি প্রতিনিধি: দিন আসে দিন যায়, এভাবেই রাত ও দিনের পালাবদলে আমাদের মাঝ থেকে বিদায় নেয় এক একটি বছর। প্রতিটি বছরের ন্যায় এবছরেও নানান অঘটন-ঘটন-হতবাকের মধ্য দিয়ে কেটেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সাল। বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আলোচিত- সমালোচিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে সালতামামি-২০২৪।

স্থানীয়দের হামলায় ৬ শিক্ষার্থী আহত: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ সালের সূচনাই হয় স্থানীয়দের হামলা শিকার হওয়ার মাধ্যমে। রেস্টুরেন্টে খেতে বসা নিয়ে স্থানীয়দের হামলায় আহত হয়েছিলেন ববির ৬ শিক্ষার্থী। এ ঘটনায় আহতরা হলেন- রাকিবুল হাসান, তানজিদ মঞ্জু, নাহিদ রাফিন, শরিফুল ইসলাম, ফারদিন খান এবং হৃদয় হোসেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঘটনাস্থলের স্থানীয় কাউন্সিলের সঙ্গে আলোচনার মধ্যমে বিষয়টি মিটমাট করেন।

জাতীয় গণিত অলিম্পিয়াডে ১ম স্থান অর্জন: বরিশালের ১৪তম জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন ববির সাইদুর রহমান আরিফ। অলিম্পিয়াডে মোট প্রতিযোগিদের থেকে মোট ১০ জনকে চুড়ান্ত মনোনীত করা হয় যায় মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানসহ মোট ছয়জনই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছিলেন।

ববিতে উপচার্য নিয়োগ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের ০৫ নভেম্বর,২০২৩ এ মেয়াদ শেষ হলে রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ড. বদরুজ্জামান ভুঁইয়া। এরপরে ৪ মার্চ, ২০২৪ এ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে জুলাই বিপ্লব কে ঘিরে তার দায়িত্ব বেশিদিন টেকসই হয় নি। ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে ২০ আগষ্ট পদত্যাগ পত্র জমা দেন তিনি। এরপরে ২৩ সেপ্টেম্বর ববির পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. শুচিতা শারমিন।

ববি প্রেস ক্লাবের কমিটি গঠন: বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা ও বাংলাভিশনের প্রতিনিধি জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে চ্যানেল২৪ এর প্রতিনিধি শাহাদাত হোসেন। কমিটি অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- বাংলাদেশ সারাবেলার মো. মিরান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক- শিক্ষাবার্তার তানজিদ শাহ জালাল ইমন, সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ মোমেন্টসের মো. আরিফুর রহমান, দপ্তর সম্পাদক- দৈনিক ভোরের ডাকের নওরিন নূর তিষা, কোষাধ্যক্ষ- ডেইলি ক্যাম্পাস ও মানবজমিনের আরিফ হোসাইন, প্রচার সম্পাদক- আমাদের মুক্তকণ্ঠের মোশাহিদ আনছারী ও গ্রন্থাগার সম্পাদক- পদে দৈনিক সময়ের আলোর মরিয়ম আক্তার শপনম। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন – সাইফুল (রাইজিংবিডি.কম), আবু উবাইদা (বরিশালের পত্রিকা), মুনতাসির রাহি (দৈনিক ভোরের আলো), ডালিয়া হালদার (দৈনিক খোলা কাগজ), অনন্যা সাহা (মুক্তকথন নিউজ) ও নূর ইসলাম নিয়ন (ডব্লিউজি.কম)।

১বছরে ববির ৩ শিক্ষার্থীর আত্মহত্যা: গত একবছরে ববিতে আত্মহত্যা করেছেন ৩ শিক্ষার্থী। আত্মহননকারী শিক্ষার্থীরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিবনা শাহারিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বৃষ্টি সরকার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দেবশ্রী রায় এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেফা নূর ইবাদি। শিক্ষার্থীদের মতে, যারা আত্মহত্যা করেছেন তাদের বেশির ভাগই আত্মকেন্দ্রিক ছিলেন এবং তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে মিশতেন না। এতে তারা খুব অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে যেতো যার কারনে আত্মহত্যার মতো জঘন্যকাজ বেছে নেয়।

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা: সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করেছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে চলমান এই আন্দোলনেরই চুড়ান্ত ফলাফল ছিলো জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী আন্দোলন এবং ফ্যাসিস্ট হাসিনার পতন। এসময় পুলিশি বাধা উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীরা বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে কখনো বই পুড়িয়ে, কখনো টায়ারে আগুন দিয়ে আবার কখনো রাস্তা আটকিয়ে ফুটবল খেলে আন্দোলন করেছিলেন তারা। আন্দোলনে শিক্ষার্থীদের নানান সাঁজে দেখা যায়, কেউ পিঠে স্লোগান নিয়ে, কেউ কাফনের কাপড় পড়ে, কেউ বা হাতে লিফলেট-পতাকা নিয়ে। আন্দোলনের সময় ছাত্রলীগের হামলার অন্তত ১৫ জন আন্দোলনকারী চরম আহত হন। হামলায় জড়িত ছিলেন ছাত্রলীগের মাহমুদুল হাসান তমাল, আল সামাদ শান্ত, খালেদ হাসানা, শাহরিয়ার সান, সাব্বির, জাইফ, সাইফ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম সহ অনেকে। আন্দোলনের সময় মুক্তিযোদ্ধা কোটাধারী হয়েও তা বাতিল চেয়ে রিফাত তালুকদার বলেন,কোনো জাতিকে যদি শেষ করতে চাও তাহলে তাদের শিক্ষা, মেধা বিনাশ কর। কোটা পদ্ধতি ব্যবহার করে কোনোদিনও জাতির উন্নতি সম্ভব না, তাই এই পদ্ধতি বাতিল দরকার।

কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিককে ছাত্রলীগের হামলা: কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু উবাইদা। ছাত্রলীগের শান্ত-তমাল-আরাফাত গ্রুপের অনুসারী ২০২১-২২ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিমুল, বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী এ হামলায় জড়িত ছিলো। জানা যায়, আক্রমণের শিকার হওয়া সাংবাদিক এখনো এর সুষ্ঠু বিচার পান নি।

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ: কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে প্রথম স্মৃতিসৌধ নির্মাণ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে।১৭ জুলাই টানা ছয়ঘন্টা রাস্তা অবরোধের পর নির্মাণাধীন স্মৃতিসৌধের সামনে নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ১৬ জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরই প্রেক্ষিতে ববিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। উল্লেখ, নির্মাণ কাজ এখনো সম্পুর্ণ হয় নি।

জুলাই বিপ্লবে প্রথম স্বাধীন ববি: বলা হয়, জুলাই বিপ্লবে প্রথম স্বাধীন হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। ১৮ জুলাই দুপুরে ১১টার দিকে শিক্ষার্থীরা ‘কমপ্লিটি শাটডউট’ কর্মসূচি নিয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে অবস্থান করলে পুলিশ বাধা দেয় এবং টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে চড়াও হয় এবং সবাই একযোগে পুলিশের উপরে আক্রমণ করে ইট পাটকেল ছুড়ে। পরবর্তীতে আন্দোলনত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হন পুলিশ।

বন্যার্তদের সহযোগীতায় ববি শিক্ষার্থীরা: ২১ আগষ্ট হঠাৎ ভারতের বাধ ছেড়ে দেওয়ার বাংলাদেশের ৫ জেলার প্রচন্ড বন্যার দেখা দেয়। বন্যার্তদের সহযোগীতার জন্য ববি শিক্ষার্থীরা প্রায় ২৭ লক্ষ টাকা উত্তোলন করেন। এসময়ে টাকা পাশাপাশি শিক্ষার্থীরা বস্ত্র, আহার দিয়েও সহযোগীতা করেন। শিক্ষার্থীরা বিভিন্ন টিম গঠন করে বন্যার্ত জেলায় গিয়ে ত্রাণসামগ্রী পৌছে দিয়ে আসেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের মধ্যে সংঘর্ষ: জমির বিরোধ মেটানো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে গভীর রাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙ্গাচুর করে। সংঘর্ষে আহত হন দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক।

ববি ছাত্রদলের কমিটি বিলুপ্ত: গত ৮ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ববির ৫২ সদস্য বিশিষ্ট কমিটির বিলুপ্ত ঘোষনা করা হয়। জানা যায়, দ্রুতই নতুন কমিটির প্রকাশ করা হবে যেটি বাংলাদেশের রাজনীতিতে অন্যন্য ভুমিকা রাখবে এবং অপরাজনীতি রুখে দিবে।

সড়ক দুর্ঘটনায় মাইশা নিহত: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের হিরণ পয়েন্টে বাসের ধাক্কায় নিহত হন ২০২২-২৩ শিক্ষার্থী  মাইসা ফৌজিয়া মিম। জানা যায়, মাইসা রাস্তা পার হচ্ছিল ঠিক সেই সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে বাসটি তীব্র গতিতে এসে মাইসাকে ধাক্কা দেয়। এসয়ম তিনি রোডে ছিটকে পড়ে তার মুখ থেতলে যায় এবং মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়। এরপরে শেরে বাংলা মেডিকেলে নিয়ে গেলে ডাক্টার তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে উপাচার্য রোড-ডিভাইডার, স্পিড ব্রেকার দেন এবং মেইন গেটের সামনে ফুটওভার ব্রিজ করার আশ্বাস দেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর