জাবি প্রতিনিধি: লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাস (জাবি লিও ক্লাব) ২০২৫ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী সামিয়া জামানকে নির্বাচিত করা হয়েছে।
সহ-সভাপতি পদে মাহিব আহমেদ চৌধুরী, তাকওয়া জাকির, আনিকা রাহী ও মাহমুদুল হাসান সিয়াম, কোষাধ্যক্ষ পদে সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী রাফিদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক সজল ও সাধারণ সম্পাদক (এডমিন) পদে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মাহিব রেজা ও সাধারণ সম্পাদক (অপারেশন) পদে নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইন জুয়েলসহ মোট ৪৯ জনকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ২০ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
‘Learn Today, Lead Tomorrow’ স্লোগানকে সামনে রেখে জাবি লিও ক্লাব ইতোমধ্যে একটি বছর বিভিন্ন কার্যক্রম এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। এছাড়া তরীর অসহায় ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের স্কুল ব্যাগ প্রদান, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ২১টি স্থানে জাবি প্রশাসন কর্তৃক নির্ধারিত রিকশা ভাড়ার চার্ট পরপর ২ বার টানানো, ২০২৪’র ফেনীর ভয়াবহ বন্যায় দুর্গতদের সাহায্য ও উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন, শহীদ তাজউদ্দীন আহমদ হল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে লিও ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়েছে।
এছাড়াও ২০২৪ সালের লিও ইয়ুথ ক্যাম্পে প্রায় ২৩টি লিও ক্লাব অংশগ্রহণ করে। তুলনামূলক স্বল্প সময় পূর্বে প্রতিষ্ঠিত হলেও উক্ত প্রতিযোগিতায় ‘লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাস’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামিয়া জামান বলেন, “আমি নির্বাচিত হয়ে অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত। এটি আমার জন্য এক বিরল সম্মান এবং এই অর্পিত দায়িত্বকে একটি বিশাল সুযোগ হিসেবে গ্রহণ করছি। নেতৃত্বের পাশাপাশি, আমাদের প্রতিভা, দক্ষতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লিও ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারব বলে প্রত্যাশা করছি।”
সভাপতি আল মাহমুদ বলেন, “বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৪০টি দেশে লিও ক্লাবের কার্যক্রম চলমান রয়েছে। এমন একটি সম্মানজনক ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত সংগঠনের জাবি শাখার সভাপতি হতে পেরে আমি আনন্দিত। সময় বদলে গেছে, যুগ বদলাচ্ছে। প্রযুক্তির এই যুগে লিওদেরকে মানবসেবার পাশাপাশি দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করাই আমার লক্ষ্য।”
উল্লেখ্য, গত কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আল মাহমুদ এবং সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বৃষ্টি।
মোঃ আরিফ হোসেন/এমএ