শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ময়নাতদন্ত শেষে বাকৃবি কর্মকর্তার দাফন ত্রিশালে সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) মোহাম্মদ মোস্তাইন কবীরের (সোহেল) ময়নাতদন্ত শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বাদ জোহর ময়মনসিংহের ত্রিশাল বাজারে নিজ গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।

এর আগে গতকাল রবিবার নিজ কার্যালয়ে ফ্যান ঝুলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় সোহেলের লাশটি দেখতে পান তার সহকর্মীরা। পরবর্তীতে তারা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর