বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
spot_img

রুটিন ওয়ার্ক পরিদর্শনে নোবিপ্রবি প্রোভিসি ও ট্রেজারার

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, বিভিন্ন ডীন অফিস, এবং দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের রুটিন ওয়ার্ক পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ। 

আজ মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকালে এই রুটিন ওয়ার্ক পরিদর্শনে বের হন তাঁরা।

পরিদর্শনকালে তাঁরা প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থী সেবার মান, এবং একাডেমিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মদক্ষতা উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মোঃ রেজওয়ানুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল কাজ যেন একটা শৃঙ্খলার মধ্যে আসে এবং সময় মতো হয় সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন বিভাগ ও দফতর পরিদর্শন করি। শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা অফিসে উপস্থিত আছেন কিনা সেগুলো যাচাই করার জন্য আমরা রেন্ডমলি ধারাবাহিক পরিদর্শন করে থাকি। 

এ বিষয়ে কোষাধ্যক্ষ ড. মো: হানিফ বলেন, উপাচার্য মহোদয়সহ আমাদের সবার ইচ্ছা ২০২৫ সালের কর্মপরিকল্পনায় বছর শেষে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে র‍্যাংকিংয়ে ১ ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জবাব দিহিতার মধ্যে আসতে হবে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য তাদের উপরে অর্পিত দায়িত্ব সততাও নিষ্টার সাতে পালন করবে।

আবদুল্লাহ আল মামুন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর