শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

বাকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফখরুল ইসলাম সভাপতি এবং আবু নাসির ত্বোহা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ‘আলহামদুলিল্লাহ ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ফখরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেয়া হয়েছে’।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর