জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৩৩ ব্যাচের উইকেন্ড এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উইকেন্ড প্রোগ্রাম কো-অর্ডিনেশন কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি রুমে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে ইমন বিশ্বাস ও মাশরিকা খুররম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই লিমিটেডের চিফ বিসনেস অফিসার মো. কামরুল হাসান এবং ওয়ান ব্যাংক লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাজেদা খাতুন৷ এসময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য কম্পিটিটিভ চাকরিতে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে
এসময় উইকেন্ড প্রোগ্রামের ৩৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আশিকুল ইসলাম বলেন, “আইবিএ সবসময় ক্যারিয়ার ওরিয়েন্টেড বিষয়গুলো নিয়ে কার্যক্রম পরিচালনা করে, যা আমাদের বাস্তবজীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত করবে। এখানকার অ্যালামনাই নেটওয়ার্ক আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা আমাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। আমি এবং আমার সহপাঠীরা এই যাত্রা নিয়ে অত্যন্ত আশাবাদী। আমরা সবাই মিলে একসঙ্গে শেখার, বেড়ে ওঠার এবং সুন্দর একটি শিক্ষাজীবন পার করার প্রত্যাশা করছি।”
সমাপনী বক্তব্যে আইবিএ উইকেন্ড প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক জাসমিন জাইম বলেন, “তোমাদের এই নতুন যাত্রায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবনে চলার পথে প্রতিটি সুযোগকে কাজে লাগানো, নতুন অভিজ্ঞতা অর্জন করা—এটাই এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। তোমাদের প্রধান লক্ষ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পাশাপাশি যে নতুন সুযোগগুলো আসবে, সেগুলোকেও যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারো, তবে সেটাই শেষ নয়। বরং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “এই ক্যাম্পাস ও ইনস্টিটিউট তোমাদের। যদি তোমাদের কোনো ভালো আইডিয়া বা উদ্যোগের পরিকল্পনা থাকে, নির্দ্বিধায় আমাদের সঙ্গে শেয়ার করবে। আমরা সেটি বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করব। শিক্ষার অংশ শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রফেশনালিজম শেখাটাও শিক্ষার অপরিহার্য অংশ। শিক্ষাজীবনের শুরুতেই যদি পেশাদারিত্বের চর্চা শুরু কর, তাহলে ভবিষ্যতে তা অমূল্য সম্পদ হয়ে উঠবে।”
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মো. মোতাহের হোসেন, অধ্যাপক শেখ মোহাম্মদ রাফিউল হক, অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা, সহযোগী অধ্যাপক শাহরিয়ার কবির, সহযোগী অধ্যাপক শেখ ফিরোজ রেহান, সহযোগী অধ্যাপক তাসনিমা আজিজা, সহযোগী অধ্যাপক সপ্তর্ষি ধর, সহকারী অধ্যাপক তাহিরা ফারজানা, সহকারী অধ্যাপক রাতুল কুমার সাহা, সহকারী অধ্যাপক মো. বদরুল আলম প্রমুখ৷
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ দেশের অন্যতম স্বনামধন্য ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মো. আরিফ হোসেন/এমএ