মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় ও আকিজ রিসোর্সের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও আকিজ রিসোর্সের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং আকিজ রিসোর্সের পক্ষে স্বাক্ষর করেন চিফ রেভিনিউ ও মার্কেটিং অফিসার মো. আল-আমিন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশে জনবলের অভাব নেই, তবে দক্ষ জনবলের সংকট রয়েছে। আকিজ রিসোর্স এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক মো. আশরাফুল আলম, আকিজ রিসোর্সের হিউম্যান রিসোর্সের সিনিয়র অফিসার এম. মাহমুদুর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

চুক্তির ফলে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আকিজ রিসোর্সে ইন্টার্নশিপ, প্রতিষ্ঠান পরিদর্শন ও চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি আকিজ রিসোর্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের পণ্য প্রচারের সুযোগ পাবে।

মো. সাইফুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর