সোমবার, আগস্ট ২৫, ২০২৫
spot_img

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘সরস্বতী পূজা’ উদযাপন

বাকৃবি প্রতিনিধি: নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। 

সনাতন সংঘ ও কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।

সকাল আটটায় প্রতিমা স্থাপন এবং সাড়ে আটটায় পূজার কার্যক্রম শুরু হয়। এসময় পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মন্ত্রপাঠের মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া, সন্ধ্যা সাড়ে ছয়টায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অঞ্জলি শেষে ‘শ্রী শ্রী বাণী অর্চনা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বাকৃবি কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. সুকুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ইউজিসি অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী কল্যাণদানন্দ মহারাজ। 

এছাড়াও, আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বাংলাদেশ একটি শান্তির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। প্রত্যেকেই তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করার অধিকার রাখে। যার ধর্ম সে পালন করবে, এখানে বাধা দেওয়ার কারও অধিকার নেই। বাধা দেওয়ার কথা কোনো ধর্মেও বলা নেই। আমাদের ১২০০ একরের ক্যাম্পাসে আমরা সকল ধর্মের মানুষকে শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই, হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করে একটি সুন্দর জাতিতে পরিণত হয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে।”

বাকৃবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জয় মন্ডল বলেন, “সরস্বতী পূজা আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি জ্ঞানের আরাধনার প্রতীক। আমরা প্রত্যেক শিক্ষার্থীই চাই বিদ্যার দেবীর আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের জন্য খুবই আনন্দের।”

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর