জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে বিভিন্ন শিক্ষাসামগ্রী ও সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখা।
রবিবার (৯ই ফেব্রুয়ারি) ডি-ইউনিটের নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। সকাল ৯টায় ১ম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়।

আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কলম উপহার ও সুপেয় পানির ব্যবস্থা, তথ্য সংগ্রহের জন্য ইনফরমেশন ডেস্ক, জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, অভিভাবকদের বিশ্রামাগার, জরুরি বাইক সার্ভিস ও রাতে থাকার জন্য আবাসন ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে সুদূর সাতক্ষীরা থেকে আগত এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক মো. আবুল কালাম বলেন, “আমরা সকালে এসে এখানে বিশ্রাম নিয়েছি। ছাত্রশিবির আমাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা ও ঠান্ডা পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। এছাড়া তারা শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা, চিকিৎসা, জরুরি বাহন ও কলম উপহার দিয়েছেন। শিবিরের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও উপকারী।”
এ ব্যাপারে ইসলামি ছাত্রশিবির জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে আবাসনের ব্যবস্থা করেছে। তথ্য সংগ্রহের জন্য ইনফরমেশন ডেস্ক, অভিভাবকদের বসার জন্য স্বতন্ত্র অভিভাবক লাউঞ্জ, প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে ফার্স্ট এইড সেবা, কোনো শিক্ষার্থী দেরিতে আসলে জরুরি বাহনের সুবিধা, পরীক্ষার্থীদের জন্য কলম গিফট, সুপেয় পানির ব্যবস্থা ও যেকোনো জরুরি সেবার জন্য আমাদের একটি সেবা টিম রয়েছে।”
উল্লেখ্য, এ বছর ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতিটি আসনে লড়বেন ১৪৫ শিক্ষার্থী।
মোঃ আরিফ হোসেন/এমএ