শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

আওয়ামীপন্থী শিক্ষক নেতাকে প্রো-ভিসি চায় না যবিপ্রবি শিক্ষার্থীরা, গণস্বাক্ষর কর্মসূচি

যবিপ্রবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলাম কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রো-ভিসি হিসেবে চায় না যবিপ্রবি শিক্ষার্থীরা। এ নিয়ে দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

জানা যায়, ড. সাইফুল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা এবং তার স্ত্রী আওয়ামী শাসনামলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

এর আগে সোমবার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামকে যবিপ্রবির প্রো-ভিসি বানানোর চেষ্টার সংবাদ দেশের গণমাধ্যম সূত্রে জানতে পেরে এর প্রতিবাদে মশাল-মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

কর্মসূচির সংক্ষিপ্ত বক্তব্যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, সারা দেশে যখন ‘ডেভিল হান্ট’ চলছে, তখন আমরা কোনো ‘ডেভিল’ কে যবিপ্রবিতে পুনর্বাসন হতে দেব না। কোন আওয়ামী দোসরকে প্রো-ভিসি বানানো হলে জুলাই বিপ্লবের দুই হাজার শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। আমরা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। যবিপ্রবির শিক্ষার্থীরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিবে না। শিক্ষার্থীদের এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে তিনি বুঝতে পারেন যে শিক্ষার্থীরা কোনো স্বৈরাচারের দোসরকে চায় না। কারণ আমরা এই দোসরদেরকে চেয়ারে বসানোর জন্য জুলাই আন্দোলন করিনি।

জানা যায়, ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিলেন ড. এ এফ এম সাইফুল ইসলামের স্ত্রী ড. নাজমানারা। যার পুরষ্কার স্বরূপ পরবর্তীতে তাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।এরপরে তাকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন। গত বছরের ৮ অক্টোবর ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে নাজমানারা খানুমকে পিএসসির সদস্য পদ থেকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন সরকার।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী শাসনামলে ২০১২ সালে স্ত্রী নাজমানারার লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান ড. সাইফুল। ক্রপ বোটানি এন্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের এই অধ্যাপক সিকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা ছিলেন। আওয়ামী প্যানেল থেকে দুইবার সিকৃবির সিন্ডিকেট সদস্য (২০১৪-১৬ ও ২০২২-২৪ সালে) নির্বাচিত হন তিনি।

সেফা খানম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর