জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫ ব্যাচ) ভর্তি পরীক্ষা চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নেওয়ার প্রস্তাব করবেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে যান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ রেজাউল রাকিব ও শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে কি না জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি তার সমপর্যায়ের বিশ্ববিদ্যালয়ের সম্মতি ও সহযোগিতা পায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আসন দেওয়া হবে। আমরাও অন্য বিশ্ববিদ্যালয়কে এখানে ভর্তি পরীক্ষা নিতে সহযোগিতা করব। প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরিদর্শকদের অঙ্গীকার ও মান রক্ষা করতে পারলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করতে পারি। তাই আমি ব্যক্তিগতভাবে আগামী ফোরামে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিতে চাই।”
উল্লেখ্য, গত ৯ই ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এ বছরের ভর্তিযুদ্ধ। এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতিটি আসনে গড়ে লড়ছেন ১৪৫ জন শিক্ষার্থী।
মোঃ আরিফ হোসেন/এমএ