জাবি প্রতিনিধি: ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বটতলা দিয়ে শহিদ মিনারের পাশ দিয়ে ছাত্রীদের হল (উত্তরপাড়া) ঘুরে ট্রান্সপোর্ট চত্বরে এসে শেষ হয়।
এ সময় তারা “তুমি কে? আমি কে? প্রেম বঞ্চিত প্রেম বঞ্চিত; আমরা কেন বঞ্চিত? জবাব চাই জবাব চাই; প্রেমের নামে নষ্টামি, চলবে না চলবে না; কাপলদের দুই গালে, জুতা মার তালে তালে; কাপলদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; কাপলদের চার হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; ছাত্রলীগের প্রেমিকারা, হুঁশিয়ার সাবধান” সহ নানা স্লোগান দেয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আকুল বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫০ শতাংশ ছেলে এবং মেয়ে ভর্তি করায়। সেই হিসেবেও আমরা একটা মেয়ে ডিজার্ভ করি। কিন্তু কিছু অসাধু প্রেমিক আমাদের ১০ জনের হক একাই মেরে দেয়, এটা আমাদের সঙ্গে চরম বৈষম্য।”
সমাপনী বক্তব্যে জাবি প্রেম বঞ্চিত সংঘের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শাশ্বত প্রামানিক বাবাই বলেন, “১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে আমাদের সিঙ্গেলদের সাথে ছলনা করা হচ্ছে। আমরা যারা ক্যাম্পাসে প্রেম করি না তারা বঞ্চনার শিকার কিন্তু আমাদের কথা কেউ বুঝে না। এখানে এক প্রেমিক একাধিক প্রেম করে। এতে আমার আরেক ভাই বঞ্চিত হচ্ছে। আমরা আজ এসেছি আমার ঐসব সিঙ্গেল ভাইদের অধিকার নিয়ে। আমাদের এক দফা এক দাবি – একজন প্রেমিক একটাই প্রেম করুক, সবাই প্রেম করুক। প্রেম দিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভরিয়ে দিতে চাই।”
মোঃ আরিফ হোসেন/এমএ