শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
spot_img

ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে জবিতে বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের অবরুদ্ধ  গাজা উপত্যকা ‘দখল’ করার প্রস্তাবের বিরোধিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার( ১৬ ফেব্রুয়ারি)  শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলের এক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এসে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আল নাহিয়ান ফারদিন বলেন, ‘মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যার পক্ষে যারা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থামবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তেমনই আমেরিকার অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো।’

সিয়াম সাব্বির নামে সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। ইতিহাস সাক্ষী, আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি, ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।’

নাহিদ ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর