মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
spot_img

যবিপ্রবি উপাচার্যের সাথে রাবিপ্রবি উপাচার্যের মতবিনিময়

রাবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সাথে মতবিনিময় করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এসময় দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করেন তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২:৩০ ঘটিকায় রাবিপ্রবির মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, প্রকল্প পরিচালক(ভারপ্রাপ্ত),প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ,হলের প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন দপ্তরের দপ্তর-প্রধানগণ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা শীঘ্রই কার্যকর রূপ নেবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এই চুক্তির আওতায় সাংস্কৃতিক, শিক্ষাগত ও ল্যাব-প্রযুক্তিগত বিষয়সমূহ বিশেষ গুরুত্ব পাবে।

যবিপ্রবি’র উপাচার্যের আগমন ও পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করে রাবিপ্রবি উপাচার্য বলেন, “এই পরিদর্শনের মূল লক্ষ্য হচ্ছে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করা, যা উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে

যবিপ্রবি’র উপাচার্যের আগমন ও পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করে রাবিপ্রবি উপাচার্য বলেন, “এই পরিদর্শনের মূল লক্ষ্য হচ্ছে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করা, যা উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে

এরপর রাবিপ্রবি’র উপাচার্য যবিপ্রবি’র উপাচার্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান। রাবিপ্রবি’র মনোরম প্রাকৃতিক পরিবেশ তাঁকে মুগ্ধ করে। তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করে প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন। পাশাপাশি, তিনি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যবিপ্রবি উপাচার্য বলেন,রাবিপ্রবি শিক্ষার্থীরা চাইলে গবেষণার জন্য যবিপ্রবিতে গিয়ে আমাদের ল্যাব ব্যবহার করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ চালু করার ব্যাপারে আমরা ভাবছি।

রাবিপ্রবি’র উপাচার্য মন্তব্য করেন যে, যবিপ্রবি’র উপাচার্যের এই পরিদর্শন উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় সহযোগিতার পথ উন্মোচন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাইরুজ মেহেদী/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর