বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
spot_img

রমজানে আমাদের মানবিক দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাকৃবি ছাত্রদল

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার যুগ্ম-আহ্বায়ক কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম তুষার বলেন, ‘রমজান মাসে আমাদের মানবিক দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করার সময় এমন বক্তব্য রাখেন তিনি।

তিনি আরো বলেন, “জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে আজ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আমরা আশাবাদী, এই ধরনের কার্যক্রম ছাত্র সমাজের মধ্যে সহমর্মিতা ও একতা গড়তে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে।”

এসময় প্রায় শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর