রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

সিমাগো র‍্যাংকিংয়ে অভিষেকেই দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২তম পাবিপ্রবি

পাবিপ্রবি প্রতিনিধি: স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন কর্তৃক ২০২৫ সালে প্রকাশিত সিমাগো র‌্যাংকিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২তম স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।

মঙ্গলবার (১১মার্চ) সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

এই র‍্যাঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, ২০০৯ সাল থেকে সিমাগো র‍্যাংকিং প্রকাশিত হলেও এবারই প্রথম সিমাগো র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। যেখানে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবিপ্রবির স্থান ১২তম।

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিং মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র‍্যাংকিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। এবারের র‍্যাংকিংয়ে পাবিপ্রবির অবস্থান স্পষ্টভাবে বোঝায় যে, বিশ্ববিদ্যালয়টি গবেষণার পরিমাণ ও গুণগত মান উভয় ক্ষেত্রেই উন্নতি করছে।

জাহিদুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর