বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
spot_img

শিক্ষার্থীদের মাঝে জবি শিবিরের কোরআন বিতরণ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির,জবি শাখা। এসময় প্রায় ৫০০ শিক্ষার্থীর হাতে কোরআন কপি বিতরন করা হয়। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

সংগঠনটি জানায়, রমজান মাস উপলক্ষে আড়াই হাজার শিক্ষার্থীকে কুরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেজে প্রকাশিত লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের শেষ সময় ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত হলেও উপহারের কুরআন শেষ হলে কার্যক্রমটি বন্ধ হয়ে যাবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ এই উপহার গ্রহণ করতে পারবে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে আমরা শিক্ষার্থীদের মাঝে ২৫০০ কোরআন মাজিদ উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। আমরা প্রতিদিন ৫০০ কোরআন শিক্ষার্থীদের উপহার দেব।’

মো. নাহিদ ইসলাম সম্রাট/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর