বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
spot_img

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

এ কে নোমান, নওগাঁ: বুধবার (১৯ মার্চ) রাত ২ টা ৩০ মিনিটে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্টের একটি সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের সামনে থেকে বের হয়ে নওগাঁ শহরের মুক্তির মোড়ে গিয়ে শেষ হয় । শিক্ষার্থীদের দাবি, ওই রায়ের ফলে তাদের চাকরির সুযোগ সংকুচিত হয়ে যাবে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অবিচারমূলক।

বিক্ষোভ মিছিলের সূত্রপাত হয় হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে, যেখানে ৩০% পদ ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য সংরক্ষণ করে তাদের ‘জুনিয়র ইন্সট্রাক্টর’ হিসেবে পদোন্নতির আদেশ দেওয়া হয়েছে। সাধারণত এই পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল, যার ফলে ভবিষ্যতে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের জন্য চাকরির শূন্য পদ ৩০% কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, যদি এই রায় বাতিল না করা হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা ঘোষণা দেন, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করা হলে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হবে।

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির নিশ্চয়তা না থাকলে ভবিষ্যতে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ কমে যাবে, যা দেশের শিল্পখাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আহ্বান জানান এবং দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। তারা দাবি করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তবে তাদের বিক্ষোভ আরও ব্যাপক আকার ধারণ করবে।

ক্যাপশন: ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মা’ম’লার রায়ের প্রতিবাদে বি’ক্ষো’ভ মিছিল করেছে নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দ।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর