পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. ইরফান বিন হাবিবকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. মোর্সালিন ইসলাম রানাকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬৪ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছে মো. মজনু আলম, যুগ্ম সদস্য সচিব মো. আলহাজ্ব হোসাইন এবং সদস্যপদে রয়েছে আবু বক্কর সিদ্দিক মুন্না, মো. সাহেদ ইকবাল, আশিকুর রহমান, মো. নাঈম ইসলাম, রাসেল শেখ, রাকিব আল হাসান, হাকিম বিশ্বাস, মুসফিক আহম্মেদ খান মুন্না, মো. রতন আহমেদ, নাজমুস সাকিব, আব্দুল্লাহ আল নোমান, ইমরান নাজির, আদিব আকন্দ, নাসিম বিল্লাহ, মোসাদ্দেক হোসাইন, আব্দুস সামাদ, শামিম হোসেন, মো. আকরাম হোসাইন, হাবিবর রহমান, হুমায়রা হেসাব, সাফিউল্লাহ খান নাফিজ, ফাহাদ আজম খান, কবির হোসেন, মো. সোহাগ ইসলাম, মাহফুজ হৃদয়, সাকিব হাসান সাজ্জাদ, ইয়াসিন আহমেদ, শেখ মিরাজ, সুমনা আলম, ওয়ালিউর রেজা মামুন, ফাহাদ আবির, মোঃ রিয়াদ খান, মোঃ আব্দুল্লাহ, মোহাব্বাস শেখ মিজান, মাজহারুল মাসুদ, মো. আমিনুল ইসলাম, আব্দুল্লাহ, গোলাম নাসরুল্লাহ, হাসনাত শাহরিয়ার শান্ত, কাউসার আলম, ইউসুফ জামিল সিহাব, আনোয়ার হোসেন, মোঃ শামিম উসমান, হিশাম আলী, জুবায়ের হাসান, মাহি ইবনে জাকির, ছোটন খান, ইমাম মেহেদী, জাকির হোসেন, মোঃ আমানুল্লাহ আমান, মো. মিরাজুল ইসলাম, আব্দুর রহিম, মুরাদ হাসান, সাইয়েদ আহমেদ সাদ, তানভীর ইসলাম চৌধুরী, আরিফ হোসেন, মারুফ বিল্লাহ, রাশিদুল ইসলাম, মাহমুদ খান, ইমরান হোসাইন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই ইনকিলাব মঞ্চের লক্ষ্য। মানুষের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
জাহিদুল ইসলাম/এমএ