বুধবার, আগস্ট ৬, ২০২৫
spot_img

বাকৃবিতে ৫৫তম স্বাধীনতা দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আবাসিক হল, প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক-এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের পরিচালনায় ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, প্রভোস্ট পরিষদ, ফ্যাসিবাদবিরোধী শিক্ষক সংগঠন, ফ্যাসিবাদবিরোধী অফিসার সংগঠন, সকল আবাসিক হল প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মহিলা সংঘ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ৩য় শ্রেণীকর্মচারী পরিষদ, ৪র্থ শ্রেণীকর্মচারী সমিতি, নিরাপত্তা কাউন্সিল, প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতি, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপাচার্য বলেন, বাংলাদেশের মানুষ খুবই স্বাধীনচেতা, তারা পরাধীনতা কখনোই মেনে নেবে না। এই বিশেষ দিনে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করি। ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্রবিরোধী, অন্যায়কারী ফ্যাসিস্ট কোনো অশুভ শক্তি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, স্বাধীনতার ৫৫তম দিবসে এটাই হোক আমাদের আজকের শপথ।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর