সোমবার, আগস্ট ৪, ২০২৫
spot_img

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিকে সংহতি জানিয়ে যবিপ্রবিতে মানববন্ধন

যবিপ্রবি প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) তে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্বব্যাপি এই কর্মসূচিকে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৭ এপ্রিল) যোহর নামাজের পর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নেয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। সেখানে স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার”,”বয়কট বয়কট, ইসরাইল প্রোডাক্ট “, “ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, “ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ইসরাইল এর সকল ধরনের পন্য বয়কট করে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফিলিস্তানের পাশে থাকার, আমাদের এই ক্ষুদ্র খরকুটো জ্বালানোই হবে ইসরাইলের জন্য দাবানল ইনশাআল্লাহ। যদি সম্ভব হতো সেখানে গিয়ে ওদের সাহায্য করা প্রয়োজন ছিল ,কিন্তু আমরা যেহেতু তা পারছি না তাই আমরা তাদের জন্য সবসময় দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন।

সেফা খানম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর