মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
spot_img

নববর্ষে জবিতে আসছে জনপ্রিয় ব্যান্ড মিউজিক গোষ্ঠী অ্যাশেজ

জবি প্রতিনিধি: পহেলা বৈশাখ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজন করা হয়েছে ব্যান্ড কনসার্টের। আগামীকাল রবিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির মাঠে বিকাল ৪টা থেকে শুরু হবে এই কনসার্ট। আয়োজনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।  

কনসার্টে মেইনস্ট্রিম ব্যান্ড হিসেবে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ক্যাম্পাসের বাইরের ব্যান্ড চান্দের গাড়ি ও মেটাল ইরর, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন থেকে কিম্ভূত, কোমল গান্ধার, অফসাইড ও একাধিক সলো আর্টিস্ট পরিবেশনায় অংশ নেবেন। সহযোগী হিসেবে পাশে থাকছে এয়ারটেল।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বর্তমান ও সাবেক), শিক্ষক ও কর্মচারীদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকলেও, বাইরের ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাকরিম আহমেদ বলেন, “আমাদের সংগঠন সবসময় ক্যাম্পাসের কালচারাল স্পিরিট ধরে রাখার ব্যাপারে সোচ্চার। শুধুমাত্র কনসার্ট নয়, প্রতিবাদ-সমাবেশসহ ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও আমরা যুক্ত। পহেলা বৈশাখ উপলক্ষ্যে এই কনসার্ট সুন্দর ও সুশৃঙ্খলভাবে আনন্দ উদযাপনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সবসময় নতুন কিছু দিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।”

নাহিদ ইসলাম সম্রাট/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর